ক) ইউনিয়ন ওয়াটসান কমিটি ও উপজেলা ওয়াটসান কমিটির মাধ্যমে নলকূপ এর স্থান তালিকা চূড়ান্ত করা হয় এ জন্য জনগণকে ইউনিয়ন পরিষদে আবেদন করতে হবে। খ) মাননীয় সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমেও নলকূপের স্থান তালিকা চূড়ান্ত করা হয় এ জন্য জনগণকে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বরাবরে আবেদন করতে হবে। গ) নলকূপের স্থান তালিকা চূড়ান্ত হওয়ার পর বরাদ্ধকৃত নলকূপ দপ্তর কর্তৃক ঠিকাদারের মাধ্যমে স্থাপন করা হয়। ঘ) জলাবদ্ধ স্বাস্থ্য সম্মত ল্যাট্টিন অফিসের ভি.এস কেন্দ্র হইতে সরকারী মূল্যে জনগণ এর মাঝে সরবরাহ করা হয়। ঙ) বরাদ্ধ সাপেক্ষে দরিদ্র পরিবারের মাঝে বিনা মূল্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্বাস্থ্য সম্মত ল্যাট্টিন সরবরাহ করা হয়। চ) নলকূপের আর্সেনিক পরীক্ষা করা হয়। ছ) নলকূপ মেরামত এর জন্য দপ্তরীয় মেকানিক সার্বক্ষনিক সেবা প্রদান করে থাকে। জনগণকে এ ব্যাপারে অফিসে আবেদন বা যেগাগাযোগ করতে হবে। জ) টেকসই ল্যাট্টিনস নির্মানের জন্য পরামর্শ প্রদান করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস